Friday, February 24, 2017

মানবজীবনে বৌদ্ধধর্মের মূলনীতিসমূহ

আমাদের দৈনন্দিন জীবনে মহামতি বৌদ্ধের অমীয় নীতিসমূহ ও এর বাস্তবিক প্রয়োগের সংক্ষিপ্ত আলোচনা:



চতুরার্য সত্য

* যথা দুঃখ

* দুঃখ সমুদয়: দুঃখের কারণ

* দুঃখ নিরোধ: দুঃখ নিরোধের সত্য

* দুঃখ নিরোধ মার্গ: দুঃখ নিরোধের পথ

অষ্টাঙ্গিক মার্গ

* সম্যক ধারণা

* সম্যক সংকল্প

* সম্যক বাক

* সম্যক আচরণ

* সম্যক জীবনধারণ

* সম্যক মনন

* সম্যক ধ্যান


 

ত্রিশরণ মন্ত্র

আর্যসত্য এবং অষ্টবিধ উপায় অবলম্বনের পূর্বে ত্রিশরণ মন্ত্র গ্রহণ করতে হয়। এই মন্ত্রের তাৎপর্য:

* বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম। বোধি লাভ জীবনের মূখ্য উদ্দেশ্য। বুদ্ধত্ব মানে পূর্ণ সত্য, পবিত্রতা, চরম আধাত্মিক জ্ঞান।

* ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম। যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয়, আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাই ধর্ম।

* সঙ্ঘং শরণং গচ্ছামি - আমি সঙ্ঘের শরণ নিলাম। যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যক্ ভাবে করা যায় তাই সঙ্ঘ।

Sunday, February 12, 2017

বৌদ্ধিক জ্ঞান জাগায় অন্তরে...


 

বৌদ্ধ ঘরে জন্ম নিলে যায়না হওয়া বৌদ্ধ>>>>>
 শীলাচরণ না করিলে হয়না কেহ শুদ্ধ বৌদ্ধধর্ম বুদ্ধ বাণী অষ্টমার্গ সাধনা মানলে লোকে করলে সবাই ঘুচে সকল যাতনা মুখে শুধু বললে বুলি ত্রিশরণ আর ধর্ম তারনা পালিলে না মানিলে কেমনে হবে মুক্তি আর? পঞ্চনীতি অষ্টনীতি দশনীতি আর ভিক্ষুশীল আওড়ানো আর আচরণে থাকতে হবে সদাই মিলনইলে সকল দুঃখ ভবের হবে না যে অবশেষ, বুদ্ধ বলেন মান এসব বিদূরিতে দুঃখ ক্লেশ। এ বিষয়ে চমৎকার একটি কবিতা আপনাদের জন্য উপস্থাপন করছি।


বৌদ্ধিক জ্ঞান জাগায় অন্তরে
- তন্ময় চৌধুরী

“আমার আমার বলি সবে
বাস্তবে কি আমার রবে?
আমার নাই এই ভবে
যদি হয় বন্ধ শ্বাস-প্রশ্বাস চিরতরে।
বাড়ি,গাড়ি,সুন্দরী নারী
উচ্চ শিক্ষার বাহাদুরী
দেহ বল,লোক বল
আরো দেখায় ধন বল
আমি জানি সব বিদ্যা
আমি পারি মাইকে বক্তৃতা
আমি মহাজন।
ওহে সুধীজন
ঐ দেখ আয়ু তরী
ডুবিতেছে জলনিধি
বৌদ্ধিক জ্ঞান অন্তরে জাগায়
দূর করি মানের কৃতি।”

সবাইকে  অশেষ ধন্যবাদ-তারা