Friday, February 24, 2017

মানবজীবনে বৌদ্ধধর্মের মূলনীতিসমূহ

আমাদের দৈনন্দিন জীবনে মহামতি বৌদ্ধের অমীয় নীতিসমূহ ও এর বাস্তবিক প্রয়োগের সংক্ষিপ্ত আলোচনা:



চতুরার্য সত্য

* যথা দুঃখ

* দুঃখ সমুদয়: দুঃখের কারণ

* দুঃখ নিরোধ: দুঃখ নিরোধের সত্য

* দুঃখ নিরোধ মার্গ: দুঃখ নিরোধের পথ

অষ্টাঙ্গিক মার্গ

* সম্যক ধারণা

* সম্যক সংকল্প

* সম্যক বাক

* সম্যক আচরণ

* সম্যক জীবনধারণ

* সম্যক মনন

* সম্যক ধ্যান


 

ত্রিশরণ মন্ত্র

আর্যসত্য এবং অষ্টবিধ উপায় অবলম্বনের পূর্বে ত্রিশরণ মন্ত্র গ্রহণ করতে হয়। এই মন্ত্রের তাৎপর্য:

* বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম। বোধি লাভ জীবনের মূখ্য উদ্দেশ্য। বুদ্ধত্ব মানে পূর্ণ সত্য, পবিত্রতা, চরম আধাত্মিক জ্ঞান।

* ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম। যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয়, আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাই ধর্ম।

* সঙ্ঘং শরণং গচ্ছামি - আমি সঙ্ঘের শরণ নিলাম। যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যক্ ভাবে করা যায় তাই সঙ্ঘ।

No comments:

Post a Comment